What If The Earth Were Flat? - পৃথিবী যদি সমতল হত?
পৃথিবী যে গোলক তা আমরা সবাই জানি। কোন সন্দেহ নাই। আমাদের কমনসেন্সও বলে। বৈজ্ঞানিক ভাবেও প্রমাণিত যে পৃথিবীর আকৃতি গোলক। অর্থাৎ, একটা প্রায় গোল গ্রহের পৃষ্ঠে আমরা অবস্থান করছি। অভ্যন্তরে আছে শিলা, লাভা, পানি, মাটি, ধাতু... ইত্যাদি। প্রায় গোলাকার বললাম কারণ, পৃথিবী একদম মসৃণ ফুটবলের মত গোল নয়। এবড়োখেবড়ো। উত্তর-দক্ষিণ মেরু তে চ্যাপ্টা এটা এমনিতেই জানি, ছোট থেকে।
আমাদের এই গোলাকার গ্রহে এমন অনেক মানুষ খুঁজে পাওয়া যায় যারা এখনও বিশ্বাস করে পৃথিবী সমতল। অর্থাৎ, একটি প্লেটের মত। আমরা প্লেটের উপরে অবস্থান করছি।
উপর্যুক্ত বিষয়গুলো আমরা জেনেছি, আমরা এগুলো নিয়ে পড়েছি পদার্থবিজ্ঞানে। Gravitation বা G হচ্ছে 1kg ভরের দুটি বস্তুকে 1m দূরত্বে রাখলে যে বলে পরষ্পরকে আকর্ষণ করে সেটি, অর্থাৎ বস্তু দুটি পরষ্পরকে 6.673×10−11N বলে আকর্ষণ করে। অভিকর্ষ ত্বরণ হচ্ছে পৃথিবীর আকর্ষণ বলের প্রভাবে বস্তু যে ত্বরণ প্রাপ্ত হয়। 45° অক্ষাংশে সমুদ্রের সমতলে g এর মান আদর্শ, এবং এই মান হচ্ছে 9.80665ms−2.
এত তথ্য কেন লিখলাম? একটাই কারণ, বেশিরভাগ ফ্ল্যাট আর্থাররা উপর্যুক্ত তথ্য গুলো মানতেই চায় না। তাদের মতে এগুলো সব কিছুই বোগাস। ফ্ল্যাট আর্থারদের মতে,
যাই হোক, আমি শুধু দুএকটা সাধারণ যুক্তি দেখাব যা বলবে পৃথিবী সমতল না। আমি সাগরে জাহাজের দৃশ্যমান হওয়া টাইপ কথা বলব না।

অর্থাৎ আকাশে যতদূর পর্যন্ত দৃষ্টির সীমা তত দূর আকাশকে সমতল ভাবে বিস্তীর্ণ দেখতাম। কোন লজিক, বিজ্ঞান, গণিত, দর্শণ থাকতো না দিগন্তের দৃশ্যমান হওয়ার পেছনে।

পৃথিবী যদি সমতল হত, তাহলে পৃথিবী পৃষ্ঠের কেন্দ্র বরাবর যে মহাদেশ/দেশ/অঞ্চল থাকতো সেখানে রাত-দিনের সমন্বয় দেখা যেত না। অর্থাৎ দিনের পর রাত কিংবা রাতের পর দিন কোনভাবেই আসতো না। হয় সেখানে সবসময় দিন থাকতো, অথবা সবসময় অন্ধকার থাকতো। আর যদিও কোনভাবে ফ্ল্যাট আর্থার গণিতবিদ ঈট থিওরেম অ্যাপ্লাই করে সূর্য, চাঁদের গতিপথ বর্ণনা করে তবেও দিন-রাত এর হিসাব হত সবচেয়ে ত্রুটিপূর্ণ।

স্বাভাবিক ভাবে আমরা যেটা দেখছি উপরের GIF তে, সূর্য এবং চাঁদ একটি সমতল পৃথিবীর উপর বৃত্তাকার পথে Clockwise ঘুরছে। এখন, নিজেকে এই প্লেটের উপর চিন্তা করুন। পৃথিবী যদি সত্যই সমতল হত এবং সূর্য এভাবে ঘুরত তাহলে সূর্যকে আপনি উদিত হতে দেখতেন? না। সূর্য উদয় না হয়ে উত্তর-পূর্ব কিংবা দক্ষিণ, কিংবা পশ্চিম কিংবা উমুক তুমুক দিক হতে আনুভূমিকভাবে ঘুরে আসতো। এবং পশ্চিম দিকে অস্ত যাওয়ার বদলে যে পথে ঘুরে এসেছে সে পথ হতে বিচ্যুত হয়ে আনুভূমিকের সাথে উড়োজাহাজ যেভাবে চলে যায়, সেভাবে চলে যেত।

চিত্রে: হলুদ দাগটি হচ্ছে সূর্যের গতিপথ। এবং হলুদ বিন্দুটি হচ্ছে সূর্য। আমার অসাধারণ অঙ্কন গুণে এর চাইতে সুন্দর আঁকা সম্ভব না।
আবার অনেক ফ্ল্যাট আর্থার বলে পৃথিবী গোলক হলে ভূমি সমতল কেন? আপনি একটি ফুটবলের পৃষ্ঠে একটি পিঁপড়া রাখুন। পিঁপড়াটির সাপেক্ষে বল অনেক বড় যে কারণে বল গোল হওয়া সত্ত্বেও পিঁপড়ার কাছে ভূমি/বলের পৃষ্ঠ সমতল মনে হবে। আমরা হচ্ছি পিঁপড়া। আমাদের সাপেক্ষে পৃথিবীর আকার অনেক অনেক গুন বৃহৎ। যে কারণে ভূমি সমতল লাগে।

পৃথিবী গোল হলে পানি কেন পৃষ্ঠে লেগে থাকে? গড়িয়ে পড়ে না কেন? আপনি কখনও বোতলে অল্প পানি নিয়ে বোতলের মুখে দড়ি বেঁধে ঘুরিয়েছেন? না ঘুরিয়ে থাকলে এক্ষুনি ঘুরিয়ে দেখুন না!
তো বেসিক্যালি, এতটুকুই ছিল। কীভাবে শেষ করব/ করতে হয়, জানি না। পুরোটা পড়ার জন্য ধন্যবাদ। করোনা আক্রান্ত ব্যক্তি, ক্ষ্যাপা কুকুর এবং ফ্ল্যাট আর্থারদের থেকে নিরাপদ দূরত্বে থাকুন।
հայ! (Bye in Armenian)
আমাদের এই গোলাকার গ্রহে এমন অনেক মানুষ খুঁজে পাওয়া যায় যারা এখনও বিশ্বাস করে পৃথিবী সমতল। অর্থাৎ, একটি প্লেটের মত। আমরা প্লেটের উপরে অবস্থান করছি।
আমরা যারা গোলক পৃথিবী মেনে নিই,
আমরা মূলত প্রাচীন বিজ্ঞান থেকে আধুনিক পর্যন্ত সবগুলো মতবাদ বিশ্বাস করি, প্রমাণ করতে পারি, প্রমাণ করতে দেখি।- আমরা জানি, মহাকর্ষ এক্সিস্ট করে। মহাবিশ্বের প্রতিটি বস্তু একটি অপরটিকে একটি নির্দিষ্ট বলে আকর্ষণ করছে। যার ভ্যালু/মান নগণ্য, 6.673×10−11Nm2kg−2. একে Gravitation বলা হয়, এবং G দ্বারা চিহ্নিত করা হয়।
- পৃথিবী তার পৃষ্ঠের প্রতিটি বস্তুকে আকর্ষণ করছে কেন্দ্রের দিকে। এবং অভিকর্ষের প্রভাবে সৃষ্ট ত্বরণের মান 9.81ms−2. একে বলা হয় Acceleration Due to Gravity এবং চিহ্নিত করা হয় g দিয়ে।
- পৃথিবী এবং একই সাথে সৌরজগতের অন্যান্য গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে উপবৃত্তাকার পথে আবর্তন করছে।
- পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে আবর্তন করছে।
- পৃথিবী এবং অন্যান্য গ্রহ নিজ অক্ষের সাপেক্ষে ঘুরছে।
উপর্যুক্ত বিষয়গুলো আমরা জেনেছি, আমরা এগুলো নিয়ে পড়েছি পদার্থবিজ্ঞানে। Gravitation বা G হচ্ছে 1kg ভরের দুটি বস্তুকে 1m দূরত্বে রাখলে যে বলে পরষ্পরকে আকর্ষণ করে সেটি, অর্থাৎ বস্তু দুটি পরষ্পরকে 6.673×10−11N বলে আকর্ষণ করে। অভিকর্ষ ত্বরণ হচ্ছে পৃথিবীর আকর্ষণ বলের প্রভাবে বস্তু যে ত্বরণ প্রাপ্ত হয়। 45° অক্ষাংশে সমুদ্রের সমতলে g এর মান আদর্শ, এবং এই মান হচ্ছে 9.80665ms−2.
এত তথ্য কেন লিখলাম? একটাই কারণ, বেশিরভাগ ফ্ল্যাট আর্থাররা উপর্যুক্ত তথ্য গুলো মানতেই চায় না। তাদের মতে এগুলো সব কিছুই বোগাস। ফ্ল্যাট আর্থারদের মতে,
- পৃথিবী হচ্ছে একটি প্লেট / ডিস্কের মত।
- পৃথিবীর শেষ প্রান্ত আছে। এবং শক্তিধরেরা আমাদের তা জানতে/দেখতে/বুঝতে দেয়না।
- অনেক ফ্ল্যাট আর্থাররা বলে পৃথিবীর শেষ প্রান্তে আছে বরফের দেয়াল / এন্টার্কটিকা মহাদেশই হচ্ছে পৃথিবীর শেষ প্রান্ত।
- পৃথিবী ক্রমাগত g এর মান অনুসরণ করে উপরের দিকে ছুটে চলেছে এবং গতি জড়তার কারণে আমরা নিচের দিকে টান অনুভব করি। (ল্মাও)
- সূর্য পৃথিবী কে কেন্দ্র করে ঘুরছে।
আত্ম মতামত
আমার কথা হচ্ছে, তাদের কথা কেন পৃথিবী পর্যন্তই সীমাবদ্ধ? তারা কেন বুধ, শুক্র, মঙ্গল, ইউরেনাস, প্লুটো(!) ইত্যাদি নিয়ে ভাবে না? তারা বলছে পৃথিবী সমতল। আবার তারাই সূর্যকে গোলক হিসাবে রিপ্রেজেন্ট করছে। তাদের চাঁদ নিয়ে মাথা ব্যথা নেই। শনি গ্রহ নিয়ে চিন্তা নেই। সব গোল, শুধু পৃথিবীই সমতল। আমি জানিনা, অন্যান্য বিজ্ঞ(!) ফ্ল্যাট আর্থাররা এ বিষয়ে কিছু বলেছে কী না, আমি কখনও খুঁজিও নাই। কারণ গরুর ডাক কেউ গুগলে সার্চ করে শোনে না অথবা শোনার মত সময়ও কারোর নেই। আমি আমার নিজ চোখে যত সমতল পৃথিবীতে বিশ্বাসী দেখেছি, সবাই শুধু পৃথিবীকেই সমতল বলছে।যাই হোক, আমি শুধু দুএকটা সাধারণ যুক্তি দেখাব যা বলবে পৃথিবী সমতল না। আমি সাগরে জাহাজের দৃশ্যমান হওয়া টাইপ কথা বলব না।
যদি পৃথিবী সমতল হত
1. দিগন্ত দেখা যেত না।
পৃথিবী যদি সমতল হত, তাহলে আকাশের প্রান্ত আমরা দেখতাম না। অর্থাৎ, সাধারণত আমরা যা দেখি। আপনি ছাদে গিয়ে দাঁড়িয়ে দূরে তাকালে দেখবেন আকাশ আস্তে আস্তে নিচের দিকে নেমে গেছে। পৃথিবীর গোলক হওয়ার কারণে এমন দেখায়। আকাশে যে মেঘ তা বায়ুমণ্ডলে অবস্থান করছে এবং আমরা জানি বায়ুমণ্ডলও পৃথিবীর সাথে ঘুরছে। কিন্তু যদি পৃথিবী সমতল হত তাহলে আকাশকে আমার নিচের টানেলটির মত দেখতাম
অর্থাৎ আকাশে যতদূর পর্যন্ত দৃষ্টির সীমা তত দূর আকাশকে সমতল ভাবে বিস্তীর্ণ দেখতাম। কোন লজিক, বিজ্ঞান, গণিত, দর্শণ থাকতো না দিগন্তের দৃশ্যমান হওয়ার পেছনে।
2. পৃথিবীর পৃষ্ঠের কেন্দ্রে দিন/রাত এর সমন্বয় দেখা যেত না

পৃথিবী যদি সমতল হত, তাহলে পৃথিবী পৃষ্ঠের কেন্দ্র বরাবর যে মহাদেশ/দেশ/অঞ্চল থাকতো সেখানে রাত-দিনের সমন্বয় দেখা যেত না। অর্থাৎ দিনের পর রাত কিংবা রাতের পর দিন কোনভাবেই আসতো না। হয় সেখানে সবসময় দিন থাকতো, অথবা সবসময় অন্ধকার থাকতো। আর যদিও কোনভাবে ফ্ল্যাট আর্থার গণিতবিদ ঈট থিওরেম অ্যাপ্লাই করে সূর্য, চাঁদের গতিপথ বর্ণনা করে তবেও দিন-রাত এর হিসাব হত সবচেয়ে ত্রুটিপূর্ণ।
3. সূর্যোদয় ও সূর্যাস্ত বলতে কিছু থাকতো না

স্বাভাবিক ভাবে আমরা যেটা দেখছি উপরের GIF তে, সূর্য এবং চাঁদ একটি সমতল পৃথিবীর উপর বৃত্তাকার পথে Clockwise ঘুরছে। এখন, নিজেকে এই প্লেটের উপর চিন্তা করুন। পৃথিবী যদি সত্যই সমতল হত এবং সূর্য এভাবে ঘুরত তাহলে সূর্যকে আপনি উদিত হতে দেখতেন? না। সূর্য উদয় না হয়ে উত্তর-পূর্ব কিংবা দক্ষিণ, কিংবা পশ্চিম কিংবা উমুক তুমুক দিক হতে আনুভূমিকভাবে ঘুরে আসতো। এবং পশ্চিম দিকে অস্ত যাওয়ার বদলে যে পথে ঘুরে এসেছে সে পথ হতে বিচ্যুত হয়ে আনুভূমিকের সাথে উড়োজাহাজ যেভাবে চলে যায়, সেভাবে চলে যেত।
4. সূর্য সব জায়গায় পূর্ব দিকে উদিত হত না।
হ্যাঁ, পৃথিবী যদি সমতল হত তাহলে কখনও সূর্য পূর্ব দিকে উদিত হত না এবং পশ্চিম দিকে অস্ত যেত না। কেন? নিজেকে সমতল পৃথিবীর উত্তর-পূর্ব দিকের কোন একটি অঞ্চল x এ চিন্তা করুন। x অঞ্চলে সূর্য তার গতিপথ অনুযায়ী উত্তর-পশ্চিম দিক থেকে সরে আসতো এবং সন্ধ্যার দিকে দক্ষিণ পশ্চিম দিকে সরে যেত। এবং অন্যান্য অঞ্চলের ক্ষেত্রেও সেইম। আমি নিচে উত্তর-পূর্বের একটি অঞ্চলের ছবি দিয়ে দিচ্ছি।
চিত্রে: হলুদ দাগটি হচ্ছে সূর্যের গতিপথ। এবং হলুদ বিন্দুটি হচ্ছে সূর্য। আমার অসাধারণ অঙ্কন গুণে এর চাইতে সুন্দর আঁকা সম্ভব না।
5. পৃথিবী সমতল হলে সব গ্রহ উপগ্রহও হত সমতল
প্রথমেই আমাদের জানতে হবে গ্রহ,উপগ্রহ কেন গোল হয়। এ সম্পর্কে চমৎকার লিখা'টি পড়ে ফেলতে পারবেন বিশ্ব ডট কম এ। পড়তে এখানে ক্লিক করুন। এখন, যেহেতু জেনেছেন গ্রহ কেন গোল হয়, তাহলে নিশ্চয়ই ধরতে পেরেছেন অন্যান্য গ্রহ উপগ্রহ গোল হলে অবশ্যই এবং অবশ্যই পৃথিবীকেও গোল হতে হবে। অথবা, পৃথিবী সমতল হলে মহাবিশ্বের প্রতিটি গ্রহ কে হতে হবে সমতল। যা কখনও সম্ভব নাআরে ভাই, পৃথিবী যদি সত্যিই সমতল হয়, তাহলে...
অনেক ফ্ল্যাট আর্থার, ধর্মান্ধ, নাস্তিক, অ্যাগনস্টিক মানুষ কোরআন টেনে আনে। পৃথিবীকে নাকি সমতল বলা হয়েছে কোরআনে। কোরআন কেন, কোন ধর্মগ্রন্থেই পৃথিবীকে সমতল বলা হয় নাই। বলা হয়েছে ভূমি বিস্তীর্ণ চাদড়ের মত। দেখুন, আপনার বাড়ী বর্গাকৃতির, ত্রিভূজ আকৃতির, যেকোন রকম হতে পারে কিন্তু মেঝে তো আপনি সমতল রাখবেন? তখন কি বলবেন আমার মেঝে বর্গাকৃতির? ঠিক এই ব্যপারটিই ঘটেছে। তবে ভাষাজ্ঞান নগণ্য হওয়ায় অনেকেই ধরতে পারি নাই।আবার অনেক ফ্ল্যাট আর্থার বলে পৃথিবী গোলক হলে ভূমি সমতল কেন? আপনি একটি ফুটবলের পৃষ্ঠে একটি পিঁপড়া রাখুন। পিঁপড়াটির সাপেক্ষে বল অনেক বড় যে কারণে বল গোল হওয়া সত্ত্বেও পিঁপড়ার কাছে ভূমি/বলের পৃষ্ঠ সমতল মনে হবে। আমরা হচ্ছি পিঁপড়া। আমাদের সাপেক্ষে পৃথিবীর আকার অনেক অনেক গুন বৃহৎ। যে কারণে ভূমি সমতল লাগে।

পৃথিবী গোল হলে পানি কেন পৃষ্ঠে লেগে থাকে? গড়িয়ে পড়ে না কেন? আপনি কখনও বোতলে অল্প পানি নিয়ে বোতলের মুখে দড়ি বেঁধে ঘুরিয়েছেন? না ঘুরিয়ে থাকলে এক্ষুনি ঘুরিয়ে দেখুন না!
তো বেসিক্যালি, এতটুকুই ছিল। কীভাবে শেষ করব/ করতে হয়, জানি না। পুরোটা পড়ার জন্য ধন্যবাদ। করোনা আক্রান্ত ব্যক্তি, ক্ষ্যাপা কুকুর এবং ফ্ল্যাট আর্থারদের থেকে নিরাপদ দূরত্বে থাকুন।
հայ! (Bye in Armenian)
4 comments