Multiverse: Why to Believe It's Existence?

প্রতিনিয়তই আমাদের ইউনিভার্স বৃহৎ হতে বৃহত্তর হচ্ছে। এর কতুটুকুই বা জানতে পেরেছি আমরা?  ইউনিভার্সের কোন প্রান্তে কি ঘটছে সেটা জানার মতো পুরোপুরি সামর্থ্য কি আমাদের হয়ে উঠেছে এখনো? টাইম এবং স্পেসের এক অনবদ্য মেলবন্ধন রয়েছে আমাদের ইউনিভার্সে। আর স্বভাবতই এ সম্পর্কিত আলোচনা আমি সবসময় এই প্রশ্ন দিয়েই শুরু করি যে, পুরো ইউনিভার্সে কি মানুষের অস্তিত্ব বা মানুষের মতোই কোনো প্রানের অস্তিত্ব পৃথিবী ব্যতিত অন্য কোথাও কি থাকতে পারে না? আমি কিন্তু বিশ্বাস করি, হ্যা সেটা পসিবল। ফার্মি প্যারাডক্সের ব্লগটিতে সে ব্যাপারে ডিটেইলসে আলোচনা করা হয়েছিলো। তবে আজকের প্রশ্নটি একটু ভিন্ন। প্রশ্নটি হচ্ছে, আপনার মতোই অসংখ্য আপনি'র অস্তিত্ব কি ইউনিভার্সে আছে? আমাদের ইউনিভার্সের মতোই অসংখ্য ইউনিভার্সের কি অস্তিত্ব আছে?  ফিজিক্স এ ব্যাপারে কি বলে?



মাল্টিভারস, বর্তমান সময়ে বিজ্ঞানের সবচেয়ে ট্রেন্ডিং টপিকগুলোর একটি। বিশেষ করে "অ্যাভেঞ্জারস এন্ডগেম" এবং "ডার্ক" সিরিজটি শেষ হয়ে যাবার পর কৌহতুহলপ্রবন বিজ্ঞানপ্রেমীদের মনে টাইম ট্র্যাভেলিং এবং মাল্টিভারস নিয়ে প্রশ্নের শেষ নেই। তাই আজ আমাদের আলোচ্য বিষয়, কেন আমরা বিশ্বাস করতে পারি মাল্টিভারসের অস্তিত্ব থাকা সম্ভব?

প্রথমেই বলে নিচ্ছি, মাল্টিভারস কোনো প্রমানিত সত্য নয়। কিছু হাইপোথেটিকাল সিচুয়েশন এবং ফ্যাক্টের উপর ভিত্তি করে নিম্নোক্ত থিওরিগুলো বিজ্ঞান জগতে বেশ জনপ্রিয়তা পেয়ে এসেছে।

দ্যা ইনফিনিটি ইউনিভার্স থিওরি

স্পেস-টাইমের আকৃতি কেমন? সমতল কি গোলাকার? বিজ্ঞানীরা এখনো নিশ্চিত নয়। তবে এটুকু বলাই যায়, স্পেস-টাইমের প্রসারন ইনফিনিটি হওয়া সম্ভব। এবার ইনফিনিটি বলতে আমরা কি বুঝি? অসীম, যার শেষ নেই বা এমন কিছু যা প্রতিনিয়তই একটি লুপের মধ্যে চলে। যার কোনো অরিজিন নেই, শুরু বা শেষ নেই। সময় ঠিক এরকমই একটি লুপ। স্পেসের মধ্যে সময়ের চলমান অবস্থা অসীম। তাই এই ইনফিনিটি লুপকে চলমান রাখতে একটা পর্যায়ে সময়ের পুনরাবৃত্তি হয়। ফলস্বরূপ, স্পেস পার্টিকেলসগুলোও অসীম সংখ্যক বিন্যাসে পুনরাবৃত্তি হয়ে চলেছে। এবার একটু বিশাল পরিসরে ভাবলে বোঝা যায়, সময়ের একটি নির্দিষ্ট দূরত্বে একইঘটনা কালক্রমে পুনরাবৃত্তি হতে পারে। অর্থাৎ, আমাদের ইউনিভার্সের মতোই আরো একটি ইউনিভার্সের সৃষ্টি, সময়ের একটি নতুন লুপের অন্যান্য ঘটনার মতোই একটি ঘটনা হতে পারে। সে ইউনিভার্সে আপনার অস্তিত্ব থাকাও সম্ভব! আপনি এখন যা করছেন, অন্য ইউনিভার্সেও হয়তো তা-ই করছেন বা অন্য ইউনিভার্সে আপনার চিন্তা-চেতনা ভিন্ন! 

দ্যা বাবল ইউনিভার্স থিওরি 

আমাদের ইউনিভার্স প্রতিনিয়তই প্রসারিত হচ্ছে। এই থিওরি মতে ইউনিভার্সের এই প্রসারন আরো অনেকগুলো বিগব্যাং ইভেন্টকে ইনফ্লুয়েন্স করে। আমাদের গ্যালাক্সির সৃষ্টি যদি বিগব্যাংয়ের অনেকগুলো ঘটনার একটি ঘটনা হয়ে থাকে তবে অন্যান্য বিগব্যাংয়ের অনেকগুলো ঘটনার মধ্যে একটি ঘটনা এমনও হতে পারে, যেখানে আমাদের গ্যালাক্সির মতোই আরো একটি গ্যালাক্সির সৃষ্টির হয়েছে। সহজ কথায়, একটি বিগব্যাং আরো একটি বিগব্যাং-কে ইনফ্লুয়েন্স করছে এবং সেসকল ঘটনার মধ্যে একটি সম্ভাবনা এমন থাকে, যেখানে দুটি একইধরনের গ্যালাক্সির সৃষ্টি সম্ভব। তবে ঘটনাকাল বা দূরত্ব এতোই বেশি যে, বিগব্যাংয়ের ছোট ছোট ঘটনাগুলো একটি অপরটিকে সরাসরি ইনকাউন্টার করে না।  

দ্যা প্যারালাল ইউনিভার্স থিওরি

এই থিওরি মতে, এমনও সম্ভাবনা রয়েছে যেখানে তিনটি ও চারটির (সময় সহ) বেশি ডাইমেনশন থাকা সম্ভব। একে একে পঞ্চম ও ষষ্ঠ ডাইমেনশন আমাদেরকে আমাদের পৃথিবী ব্যাতিত সম্ভাব্য নতুন পৃথিবীকে দেখবার সুযোগ করে দেয়। পঞ্চম ডাইমেনশনে আমরা সম্ভাব্য পৃথিবীকে আমাদের পৃথিবী হতে একটু ভিন্ন আঙ্গিকে দেখি এবং ষষ্ঠ ডাইমেনশন আমাদেরকে আমাদের পৃথিবী ও সম্ভাব্য পৃথিবীগুলোর মধ্যে তুলনা করবার সুযোগ দেয়। এমনকি এই দুটি ডাইমেনশনের মাধ্যমে সময়ের অতীতে বা ভবিস্যতেও যাওয়া সম্ভব। সপ্তম ডাইমেনশন সেসকল সম্ভাব্য পৃথিবীতে অ্যাক্সেস করবার সুযোগ দেয়, অর্থাৎ এ ডাইমেনশন দুটি ইউনিভার্সকে সংযুক্ত করে। অষ্টম ডাইমেনশনে একইভাবে দুটির বেশি ইউনিভার্সকে সংযুক্ত করে এবং তাতে অ্যাক্সেস করবার সুযোগ দেয়। এবার অষ্টম ডাইমেনশনকে যদি একটি কিউব হিসেবে বিবেচনা করা হয় তবে নবম ডাইমেনশন এরুপ অসংখ্য কিউবকে আরো একটি কিউবের মতো সংযুক্ত করে। অবশেষে, দশম ডাইমেনশন এমন একটি পর্যায় যেখানে যেকোনো কিছু সম্ভব। 

দ্যা ডটার ইউনিভার্স থিওরি

কোয়ান্টাম ম্যাকানিক্সের এই থিওরিটিকে আমার কাছে পারসোনালি খুবই গ্রহনযোগ্য মনে হয়েছে। কোয়ান্টাম ম্যাকানিক্স সম্ভাব্য পৃথিবীগুলোকে সম্ভাবনার দ্বারা ব্যাখ্যা করে। এমন সম্ভাব্য ফলাফল যা আমাদের ইচ্ছা বা কাজ দ্বারাই প্রভাবিত হয়ে থাকে। আপনার জীবনের এক সেকেন্ড পরের সম্ভাব্য ফলাফল নির্ভর করে এক সেকেন্ড আগে করে আসে কাজ হতে। ধরুন, আপনি ও আপনার বন্ধু একটি খালি রাস্তা ধরে হাটছেন। হঠাত আপনার বন্ধু অসুস্থ হয়ে পড়লো। এবার আপনি কি করবেন? আপনার কাছে অনেকগুলো চয়েস রয়েছে। হয় আপনি তাকে সাহায্য করবেন, অথবা আপনি তাকে সাহায্য করবেন না, অথবা আরো অনেক কিছু আপনার দ্বারা করা সম্ভব। এই চয়েসই আপনার ভবিষ্যতের সম্ভাব্য ফলাফল হিসেবে গন্য হবে। আপনার প্রত্যেকটি সম্ভাব্য চয়েস, প্রত্যেকটি সম্ভাব্য ইউনিভার্সের ফলাফলকে ইনফ্লুয়েন্স করবে। অর্থাৎ, একটি সম্ভাব্য ইউনিভার্সে আপনি আপনার বন্ধুর সাহায্য করেছেন, অপরটিতে করেননি। এমনি আপনার অসংখ্য ইচ্ছা বা স্বাধীনতা, অসংখ্য ইউনিভার্স তৈরিতে প্রতিনিধিত্ব করে। যাকে সহজ ভাষায় "অল্টারনেটিভ রিয়্যালিটি" হিসেবে আখ্যায়িত করা হয়।

ম্যাথমেটিকাল ইউনিভার্সেস   

ম্যাথমেটিকাল ইউনিভার্সেস নিয়ে মাল্টিভারস সিরিজের দ্বিতীয় এপিসোডে ডিটেইলসে আলোচনা করা হবে।

পৃথিবীতে বিজ্ঞান এখনো ততটা উন্নত হয়ে উঠতে পারেনি এরূপ সম্ভাবনাকে সত্যি প্রমান করবার মতো। হয়তো ভবিষ্যতে কোনো একসময় হয়ে উঠবে। আমাদের পৃথিবীর মতোই আরো একটি বা তার বেশি পৃথিবীর সন্ধান মিলবে। আমরা অসংখ্য পৃথিবীর, অসংখ্য টাইমলাইনের নিজেদের সাথেই পরিচিত হতে পারবো!       

Also Read

2 comments

  1. Tesla
    Mathematical Explanation where
  2. This comment has been removed by a blog administrator.