The Fermi Paradox : Searching for Everyone? (Ep - 2)

[ ১ম পর্ব হতে ]




ফার্মি প্যারাডক্সের বিভিন্ন এক্সপ্লেনেশন

এতো ইতিবাচক সম্ভাবনার পরও কেন আমরা এলিয়েনসদের দেখতে পারি না বা কোনোদিনও তাদের মুখোমুখি হই নি? এই প্রশ্ন এখন পর্যন্ত হয়তো সবার মধ্যেই কমবেশি কাজ করেছে। সেক্ষেত্রে আরো বেশ কিছু থিওরি আছে যা আপনার এই প্রশ্নের উত্তর দিতে আশা করছি সক্ষম হবে। থিওরিগুলো নিম্নরূপঃ     

এলিয়েনস অলরেডি ভিজিটেড দ্যা আর্থ


আমরা জানি যে, পৃথিবীর বয়স প্রায় ৪.৫-৪.৬বিলিয়ন বছর। এর মধ্যে হোমো স্যাপিয়েন্সদের আবির্ভাব ঘটেছে মাত্র ৫লাখ-৩লাখ বছর আগে। এবং মাত্র ১৯শতকে কোয়ান্টাম ম্যাকানিক্স এবং থিওরি অব রিলেভিটি আবিষ্কারের মাধ্যমে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা হয়েছে। সুতরাং এরকম একটি সম্ভাবনা থেকেই যায় যে, কয়েক হাজার বা লাখ বা হোমো স্যাপিয়েন্সদের যখন আবির্ভাবই হয়নি সেসময়ে হয়তো আমাদের চেয়েও কোনো এক উন্নত সভ্যতার জীব পৃথিবীতে এসেছিল! আমরা যদি মায়ান সভ্যতার কিছু আর্কিয়লজিকাল সাব্জেক্ট ঘাটাঘাটি করি সেখানেও কিন্তু এলিয়েনদের এক্সিস্টেন্সের কথা এবং চিত্রকল্পের উল্লেখ দেখতে পাই!

উই আর টু প্রিমিটিভ টু কমিউনিকেট 


হ্যা, এমনও হতে পারে তারা আমাদের গ্রহ সম্পর্কে জানে এবং আমাদের সাথে কমিউনিকেট করতে চায়। তারা হয়তো অলরেডি আমাদের অনেক সিগন্যাল বা সাইন পাঠিয়েছে কিন্তু আমাদের টেকনোলজি এখনো ততটা উন্নত হয়ে পারেনি সে সকল সিগন্যাল ডিকোড করার জন্য। 

দ্যা রুরাল আর্থ থিওরি


এই থিওরি মতে পৃথিবী ইউনিভার্সের এমনই এক প্রিমিটিভ অবস্থানে রয়েছে যেখানে এলিয়েনদের পৌছানোও সম্ভব নয়। হয়তো ইউনিভার্সে কোথাও অলরেডি একটি কলোনী তৈরি হয়ে আছে কিন্তু পৃথিবী এমনই এক অবস্থানে রয়েছে যা উন্নত প্ল্যানেটসমূহের কলোনী থেকে কয়েক মিলিয়ন বা বিলিয়ন আলোকবর্ষ দূরে। 

সেফটি রিজনস


শুনতে কোনো সাই-ফাই মুভির প্লট লাগতে পারে তবে, ইন্টারস্ট্যালার ট্র্যাভেলিং হয়তো অন্যান্য সুপার প্রেডিটর স্পিশিসদের দৃষ্টিতে পড়তে পারে যাদের মধ্যে ডমিনেটিং ভাইব কাজ করে। তাই আউটার স্পেসে এরকম ট্র্যাভেলিং নিষিদ্ধ। 

দে আর টু অ্যাডভান্সড অ্যান্ড ডোন্ট কেয়ার


আমাদের চেয়ে অধিকতর উন্নত জীব হয়তো ইউনিভার্সে কোথাও না কোথাও আছে, তারা আমাদের সম্পর্কে জানেও, তবে তাদের টেকনলজি এবং আইকিউ এতোই বেশি যে আমরা তাদের কাছে কিছুই নই। শুধু শুধু তাদের কি লাভ এতো রিসোর্স খরচ করে আমাদেরকে দেখতে আসার?

অ্যানাদার ডাইমেনশন থিওরি


আমাদের পৃথিবী থ্রি-ডাইমেনশনাল। আমরা জানি, আমরা যে ডাইমেনশনে অবস্থান করি তার চেয়ে এক ডাইমেনশন কম আমরা দেখতে পাই। অর্থাৎ, আমাদের চোখ দুই ডাইমেনশন পর্যন্ত দেখতে পারে, তিন ডাইমেনশন নয়। তাই হয়তো উন্নত সিভিলাইজেনশন আমাদের মধ্যেই আছে কিন্তু তারা অন্য ডাইমেনশন থেকে বিলং করে যা আমাদের পক্ষে দেখা সম্ভব নয়। উদাহরনস্বরূপ, আমরা জানি স্পেসে টাইম ডায়ালেশন হয় এবং স্পেস ফোর্থ ডাইমেনশনের মধ্যে পড়ে। তারা যদি ট্র্যাভেলিংয়ের জন্য সময়কে ব্যবহার করে তাহলে খুবই স্বাভাবিক আমরা তাদেরকে থ্রি ডাইমেনশনে থেকে থ্রি ডাইমেনশনাল ফর্মে দেখতে পাবো না।

দ্যা জু হাইপোথিসিস


একদম ১ম পর্বে কন্সট্যান্টিন সিওলকোভোস্কির কথা মনে আছে? হ্যা, সেই রাশিয়ান বিজ্ঞানী যে ১৯৩৩ সালে এই থিওরির কথা বলে গিয়েছেন। এই থিওরি মতে, আমরা শুধুমাত্র একটি সাব্জেক্ট এবং উন্নত সিভিলাইজেশন আমাদেরকে অব্জারভ করছে। ব্যাপারটি কিছুটা ন্যাশনাল জু পার্কের মতো,  "দেখো কিন্তু ধরো না"। তারা হয়তো আমাদের থেকে অনেক স্মার্ট এবং আমরা তাদের দেখতে পাই না। হয়তো তারা কোনো প্রকার ডিস্টার্বেন্স তৈরি না করে আমাদের নিয়ে শুধুমাত্র এক্সপিরিমেন্ট করতে ইচ্ছুক। 

কন্সিপিরেসি থিওরি


হয়তো এলিয়েন স্পিসিজদের সাথে আমাদের সত্যিই যোগাযোগ হয়, কিন্তু আমরা এ ব্যাপারে কিছুই জানিনা বা জানানো হয় না। 

দ্যা গ্রেট ফিল্টার থিওরি


এটি নিয়ে পর্ব - ১  এ ব্যাখ্যা করা হয়েছে এবং হ্যা এই থিওরি একটি কারণ হতে পারে যার দরূন আমরা এলিয়েন স্পিসিজদের সাথে যোগাযোগ করতে পারি না। ইউনিভার্সে প্রতিনিয়তই গ্রহ, উপগ্রহ এমনকি একটি পুরো সোলার সিস্টেমও ধ্বংস হয়ে যায়। এটি খুবই কমন একটি ফ্যাক্ট। তাই এরূপ সম্ভাবনাও থেকে যায়, উন্নত সিভিলাইজেশন সমূহ উন্নতির একটি পর্যায়ে গিয়ে ধ্বংস হয়ে গিয়েছে। দেখুন, সবকিছুরই শেষ আছে। সময় অনুযায়ী, কিছু জিনিসের অস্তিত্ব থাকে কিছু থাকে না। তাই, যেসকল সিভিলাইজেশন উন্নতির এমন একটি পর্যায়ে চলে গিয়েছে যা অন্যদের জন্য ক্ষতির কারণ হতে পারে, প্রকৃতি সেখানেই হয়তো তা বন্ধ করে দিয়েছে। এবং অন্য প্ল্যানেটে এখনো যদি প্রানের অস্তিত্ব থাকেও হয়তো তারাও অনেক দূরে কোথাও বসে আমাদের মতোই এসকল প্রশ্নের জবাব খুজতে ব্যস্ত!  

পরিশেষ


আমি যদি পার্সোনালি মতামত দিই, আমি বিশ্বাস করি এক্সট্রাটেরিট্রিয়াল লাইফ বা সিভিলাইজেশন এক্সিস্ট করে। এতো বিশাল একটা ইউনিভার্সের মধ্যে পৃথিবী কতটুকুই বা? কতটুকু বিশ্বাস নিয়েই বা আপনি বলতে পারেন পৃথিবীর বাহিরে প্রানের অস্তিত্ব নেই? আমাদের চেয়ে উন্নত জীবের অস্তিত্ব নেই? পুরো ইউনিভার্সে শুধুমাত্র যদি পৃথিবীতেই ইন্টেলেকচুয়াল প্রান থাকে, কখনো ভেবে দেখেছেন কি পৃথিবীতে যেদিন প্রানের অস্তিত্ব থাকবে না, সেখানে এতো বৃহৎ অন্ধকার ইউনিভার্সের কি-ই বা প্রয়োজন? আবারো একটি প্রশ্ন রেখে গেলাম আপনার কাছে। 

ধন্যবাদ। 

Also Read

2 comments

  1. Aurous
    Sorry for mismanagement in the headings :")