Parallel Universe: The Infinite Amount of YOU!
প্রথমেই বলে রাখা ভালো যে লেখা লেখির ব্যাপারে আমি একদমই নতুন, এসব ব্যাপারে লেখার কথা বলতে গেলে একদমই নতুন আমার জন্য, তবুও লিখছি। আমি হয়তো কিছুই বোঝাতে পারবো না আমার লেখা দিয়ে, আমার ভাষায় ইংরেজি-বাংলা এক করে দায়সাড়া ভাব লাগিয়ে দিতে পারে, কিন্তু আমার যথাসাধ্য আমি চেষ্টা করবো।
আজকে যা নিয়ে লিখবো তা হচ্ছে এই শতাব্দীর অন্যতম পরিচিত একটি টপিক, প্যারালাল ইউনিভার্স। মুলত প্যারালাল ইউনিভার্স কে প্যারালাল ডিমেনশান, অল্টারনেট ইউনিভার্স, প্যারালাল রিয়েলিটি ইত্যাদি নামে ডাকা হয়, যা সম্পূর্ণই একটি হাইপোথ্যাটিকাল থিসিস। এতে বলা হয়ে থাকে যে এটি একটি ডিমেনশান যা সম্পূর্ণ আমাদের ইউনিভার্স এরই Mirror Version, The Up-Side Down World। এই ডিমেনশানে ঠিক অবিকল আপনারই মতন দেখতে একজন exist করে, বলতে গেলে আমাদের বিশ্বের সবচাইতে ক্ষুদ্রতম particle এর মতনও ওই ডিমেনশানে অবিকল particle exist করে। মজার ব্যাপার হচ্ছে, এই প্যারালাল ডিমেনশান মূলত Multiverse Theory এর সাথেও সংযুক্ত।
Multiverse Theory তে বলা হয়েছে যে আমাদের ইউনিভার্স অর্থ্যাৎ, Observable Universe এর বাহিরেও বোধহয় দুই বা ততোধিক Universe এর অস্তিত্ত্ব রয়েছে। কিন্তু, কথা হচ্ছে একাধিক Universe যদি থেকেও থাকে, আমাদের পৃথিবী (Earth) কিংবা আমাদের সৌর জগৎ (Solar System) এর মত একই দেখত্ব বস্তুও ওখানে exist করবে তা না। Multiverses এর মধ্যে যদি আমাদের Universe এর মতন একই physics law, dark matter, black holes এবং অন্যান্য components একই রকম থাকে, তবেই সেই Universe এ হয়তো আমাদের পৃথিবীর মতন অবিকল দেখতে পৃথিবী (Earth) এবং সৌর জগৎ (Solar System) এর দেখা মিলবে, এই Universe টিই হবে তখন আমাদের জন্য Parallel Universe.
আমরা অনেকেই অনেক Movie তে অথবা Web series / TV বিভিন্ন জায়গাতেই এই Parallel Universe এর reference পেয়েছি (কসম ভাই দেখতে দেখতে চোখ পইচা গেছে)। এর মধ্যে যেই জিনিসটা সবচেয়ে common তা হলো Wormhole। না ভাই Wormhole এর কাহিনী Discovery Channel এর আলাপ না (আচ্ছা Lame ছিলো স্যরি....)। যাই হোক, এই Wormhole concept এ আমরা দেখেছি যে এই জগতটি আমাদের জগতের উল্টো জগত, অর্থাৎ Up-Side Down World। বেশিরভাগ মুভিতে কাগজে-কলমে (আসলেই) দেখায় wormhole এর ব্যাপার। মূলত এটি মহাবিশ্বের একটি ছিদ্রের মতন যার মধ্য দিয়ে ভ্রমণ করলে আমরা অন্য একটি ডিমেনশানে গিয়ে হাজির হবো, যা ধারণা করা হয় Parallel Universe হিসেবে। সম্প্রতি কিছু Online Article এ বলা হয়েছে NASA এর বিজ্ঞানীরা একটি Parallel Universe এর সন্ধান পেয়েছে যেখানে সময় ঠিক আমাদের উল্টো চলে। কিন্তু এই এই ব্যাপারটা সম্পূর্ণই কাল্পনিক কারণ এর আজ পর্যন্ত এটি বিজ্ঞানের কোনো equation এর সাথে যায় না। সময়ের ব্যাপারে পরে অন্য আলোচনা করা হবে। কিন্তু এমনো হতে পারে যে হয়তো আমাদের বিজ্ঞান এখনো তেমন উন্নত হয়নি। সময়ের সাথে সাথে বিজ্ঞানের অগ্রগতির মাধ্যমে হয়তো এর বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজে পাবো, হয়তো ভবিষ্যতে আমরা সত্যিকারের Parallel Universe এর সন্ধান পাবো। সেদিন হয়তো দেখবেন আপনি আপনারই সামনে দাঁড়িয়ে আছেন, কিন্তু আপনার সামনের মানুষটি আয়নার নয়।।।
আজকে যা নিয়ে লিখবো তা হচ্ছে এই শতাব্দীর অন্যতম পরিচিত একটি টপিক, প্যারালাল ইউনিভার্স। মুলত প্যারালাল ইউনিভার্স কে প্যারালাল ডিমেনশান, অল্টারনেট ইউনিভার্স, প্যারালাল রিয়েলিটি ইত্যাদি নামে ডাকা হয়, যা সম্পূর্ণই একটি হাইপোথ্যাটিকাল থিসিস। এতে বলা হয়ে থাকে যে এটি একটি ডিমেনশান যা সম্পূর্ণ আমাদের ইউনিভার্স এরই Mirror Version, The Up-Side Down World। এই ডিমেনশানে ঠিক অবিকল আপনারই মতন দেখতে একজন exist করে, বলতে গেলে আমাদের বিশ্বের সবচাইতে ক্ষুদ্রতম particle এর মতনও ওই ডিমেনশানে অবিকল particle exist করে। মজার ব্যাপার হচ্ছে, এই প্যারালাল ডিমেনশান মূলত Multiverse Theory এর সাথেও সংযুক্ত।
Multiverse Theory তে বলা হয়েছে যে আমাদের ইউনিভার্স অর্থ্যাৎ, Observable Universe এর বাহিরেও বোধহয় দুই বা ততোধিক Universe এর অস্তিত্ত্ব রয়েছে। কিন্তু, কথা হচ্ছে একাধিক Universe যদি থেকেও থাকে, আমাদের পৃথিবী (Earth) কিংবা আমাদের সৌর জগৎ (Solar System) এর মত একই দেখত্ব বস্তুও ওখানে exist করবে তা না। Multiverses এর মধ্যে যদি আমাদের Universe এর মতন একই physics law, dark matter, black holes এবং অন্যান্য components একই রকম থাকে, তবেই সেই Universe এ হয়তো আমাদের পৃথিবীর মতন অবিকল দেখতে পৃথিবী (Earth) এবং সৌর জগৎ (Solar System) এর দেখা মিলবে, এই Universe টিই হবে তখন আমাদের জন্য Parallel Universe.
আমরা অনেকেই অনেক Movie তে অথবা Web series / TV বিভিন্ন জায়গাতেই এই Parallel Universe এর reference পেয়েছি (কসম ভাই দেখতে দেখতে চোখ পইচা গেছে)। এর মধ্যে যেই জিনিসটা সবচেয়ে common তা হলো Wormhole। না ভাই Wormhole এর কাহিনী Discovery Channel এর আলাপ না (আচ্ছা Lame ছিলো স্যরি....)। যাই হোক, এই Wormhole concept এ আমরা দেখেছি যে এই জগতটি আমাদের জগতের উল্টো জগত, অর্থাৎ Up-Side Down World। বেশিরভাগ মুভিতে কাগজে-কলমে (আসলেই) দেখায় wormhole এর ব্যাপার। মূলত এটি মহাবিশ্বের একটি ছিদ্রের মতন যার মধ্য দিয়ে ভ্রমণ করলে আমরা অন্য একটি ডিমেনশানে গিয়ে হাজির হবো, যা ধারণা করা হয় Parallel Universe হিসেবে। সম্প্রতি কিছু Online Article এ বলা হয়েছে NASA এর বিজ্ঞানীরা একটি Parallel Universe এর সন্ধান পেয়েছে যেখানে সময় ঠিক আমাদের উল্টো চলে। কিন্তু এই এই ব্যাপারটা সম্পূর্ণই কাল্পনিক কারণ এর আজ পর্যন্ত এটি বিজ্ঞানের কোনো equation এর সাথে যায় না। সময়ের ব্যাপারে পরে অন্য আলোচনা করা হবে। কিন্তু এমনো হতে পারে যে হয়তো আমাদের বিজ্ঞান এখনো তেমন উন্নত হয়নি। সময়ের সাথে সাথে বিজ্ঞানের অগ্রগতির মাধ্যমে হয়তো এর বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজে পাবো, হয়তো ভবিষ্যতে আমরা সত্যিকারের Parallel Universe এর সন্ধান পাবো। সেদিন হয়তো দেখবেন আপনি আপনারই সামনে দাঁড়িয়ে আছেন, কিন্তু আপনার সামনের মানুষটি আয়নার নয়।।।
Post a Comment