Magnetic Perception of Animals - জীবজন্তুর চুম্বকীয় বিভাব
OFF TOPIC: প্রথমেই, স্ট্রিংসাইট ব্লগটা আমি খুলেছিলাম ২০১৭ সালের জুন অথবা জুলাই মাসের দিকে। নিজের স্মৃতিশক্তি খারাপ হওয়ার কারণে এসোসিয়েট গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যাই, যে কারণে এই ব্লগটা পড়ে ছিল প্রায় ৩ বছর, শুধুশুধু। হঠাৎ করেই পাসওয়ার্ড এর খোঁজ পেয়েছি, তাই আবার ব্লগটা নিয়ে ঘাটাঘাটি করেছি। এই আর্টিকেলটা প্রায় ৩ বছর পুরোনো। তখন অনেক কিছুই বুঝতাম না, তবুও যা চেষ্টা করেছি লিখেছিলাম। সেই লিখাটাই কিছুটা মার্জিত করে আবার পাবলিশ করলাম।
ম্যাগনেটিক পারসেপশন অব অ্যানিমেলস?
আসলে এটিকে পশুপাখির চেতনা বা ইন্দ্রিয় হিসাবে বলা যেতে পারে। ম্যাগনেটিক পারসেপশন একটা পাখি অথবা জন্তু, আমরা সুবিধার্থে বলে নিই একটা জীব'কে ম্যাগনেটিক ফিল্ড ডিটেক্ট করতে হেল্প করে। এই প্রক্রিয়াকে ম্যাগনেটোরিসেপশনও বলা হয়। এককোষী ব্যাক্টেরিয়া থেকে শুরু করে ভার্টিব্রেটস প্রজাতির কিছু প্রাণীর মধ্যে ম্যাগনেটোরিসেপশনের উপস্থিতি আছে।কীভাবে ম্যাগনেটোরিসেপশন কাজ করে?
ম্যাগনেটোরিসেপশনের কাজ করার পেছনে দুটি থিওরি আছে।- ম্যাগনেটোরিসেপশন কাজ করে কেমিক্যাল সেন্সরের সাহায্যে, অথবা
- এটি কাজ করে মেকানিক্যাল সেন্সরের সাহায্যে।
কেমিক্যাল সেন্সর থিওরি
বলা হয় কিছু প্রাণীর চোখের রেটিনা তে রয়েছে ক্রিপ্টোক্রোম নামক প্রোটিন। যা ঐ প্রাণীকে ম্যাগনেটিক ফিল্ড দেখতে সাহায্য করে। ক্রিপ্টোক্রোম ম্যাগনেটিক সেন্সের সাথে যুক্ত থাকে। উদ্ভিদের মধ্যে যে ক্রিপ্টোক্রোম পাওয়া যায় তার গঠন এবং প্রাণীর ক্রিপ্টোক্রোমের গঠন অনেকটা একই বলা যায়। উদ্ভিদে যে ক্রিপ্টোক্রোম রয়েছে তা সক্রিয় করে ফটোলাইজ থেকে সংরক্ষিত তিনটি ট্রিপ্টোফ্যান, Trp324, Trp377, Trp400. Trp324 প্রোটিন বডির পেরফেরি অঞ্চলে থাকে। Trp400 অনেকটা Trp377 এর মধ্যবর্তী ফ্লেভিন কোফ্যাক্টরের নিকটবর্তী অঞ্চলে অবস্থান করে। মূলত ফটোরিডাকশন প্যাথওয়ে। যা এভিয়ান ম্যাগনেটোরিসেপশন এর সাথে অনুবন্ধী।মেকানিক্যাল সেন্সর থিওরি
কিছু প্রাণীর দেহে রয়েছে ক্ষুদ্র ক্ষুদ্র ম্যাগনেটাইট কণা যা ম্যাগনেটিক রিসেপ্টর হিসাবে কাজ করে এবং ওই প্রাণীকে ম্যাগনেটিক ফিল্ড ডিটেক্ট করতে হেল্প করে।
কিন্তু, ম্যাগনেটিক ফিল্ড অদৃশ্য। অদৃশ্যভাবে ম্যাগনেটিক ফিল্ড জৈবিক দেহ ভেদ করে। তাই কীভাবে জৈবিক দেহের নির্দিষ্ট কোষের সাথে যুক্ত হয় এটা এখনও স্পষ্ট না।
হিউম্যান ম্যাগনেটোরিসেপশন?
ধারণা করা হয়, এককালে হয়ত আমাদের ম্যাগনেটোরিসেপশন বা ম্যাগনেটিক ফিল্ড ডিটেক্ট করার মত অ্যাবিলিটি ছিল যা বিবর্তনের সাথে সাথে এখন আর নেই। ম্যাগনেটোরিসেপশন হতেও পারে মানুষের ষষ্ঠ ইন্দ্রিয়। মানুষের শরীরে ম্যাগনেটোরিসেপশন নিয়ে আর্টিকেল আছে, পড়তে পারেন এখানে: https://www.sciencemag.org/news/2016/06/maverick-scientist-thinks-he-has-discovered-magnetic-sixth-sense-humans
ম্যাগনেটোরিসেপশন নিয়ে এখনও চলছে গবেষণা। আমি বিভিন্ন জার্নাল, ব্লগ থেকে ক্ষুদ্র ক্ষুদ্র তথ্য নিয়ে লিখেছিলাম এই আর্টিকেলটা। প্রায় ৩ বছর আগের লিখা। এখন পড়ে নিজেরই হাসি পাচ্ছে। আমি দুঃখিত এত ত্রুটিপূর্ণ লিখন আর স্বল্প প্রচেষ্টার জন্য।
4 comments